প্রধানমন্ত্রীর শোক নিউজিল্যান্ডের মসজিদে হামলায় হতাহতের ঘটনায়

অনলাইন ডেক্স

মুক্ত আলো

প্রকাশিত : ০৭:৩৫ পিএম, ১৫ মার্চ ২০১৯ শুক্রবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউজিল্যান্ডে দু’টি মসজিদে গুলি চালিয়ে অনেক লোক হতাহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা অর্ডেনের কাছে পাঠানো এক শোক-বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী গুলি চালিয়ে অনেক লোকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

শুক্রবার জুমার নামাজ আদায়কালে একাধিক হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী জাসিন্দা অর্ডেন এই ঘটনাকে ‘নিউজিল্যান্ডের অন্ধকারতম দিন’ হিসেবে বর্ণনা করেছেন।
হামলার সময় সেন্ট্রাল ক্রাইস্টচার্চের মসজিদ আল-নূরে মুসল্লিদের অনেক ভিড় ছিল। ক্রাইস্টচার্চের উপ-শহর লিনউডে দ্বিতীয় আরেকটি মসজিদেও হামলা চালানো হয়েছে।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা অর্ডেন বলেছেন, ‘ক্রাইস্টচার্চের দুটি মসজিদে শুক্রবার বোমা হামলায় ৪৯ জন নিহত ও অপর অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছেন।