কালিগঞ্জে আইজুলের ঘেরের বাসায় চলছে রমরমা জুয়ার আসর

বিশেষ প্রতিনিধি

মুক্ত আলো

প্রকাশিত : ০৭:৩৪ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

কালিগঞ্জে আইজুলের ঘেরের বাসায় চলছে রমরমা জুয়ার আসর

কালিগঞ্জে আইজুলের ঘেরের বাসায় চলছে রমরমা জুয়ার আসর


কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নের গৌরা খালি নামক বিলের আইজুলের (৪৬) মাছের ঘেরের বাসায় বসছে জুয়ার আসর।সে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের হযরত আলী মোড়লের ছেলে। প্রতিদিন সকাল ১১ থেকে গভীর রাত পর্যন্ত এলাকার চিহ্নিত নামীদামী জুয়াড়িদের অংশগ্রহণে চলছে জুয়ার আসর।

স্থানীয়দের অভিযোগ,জনপ্রতিনিধি ও প্রশাসনকে মাসিক মাশোয়ারা দিয়ে দীর্ঘদিন যাবত প্রতিদিন লক্ষ লক্ষ টাকার জুয়া খেলা হচ্ছে ওই ঘেরের বাসায়। কতিপয় নেতাদের পরোক্ষ-প্রত্যক্ষ সহযোগিতায় বছরের পর বছর ধরে এই জুয়ার আসরে চলে আসছে নির্বিঘ্নে কদমতলা, রতনপুর, বাজারগ্রাম, ভাড়াশিমলা, নলতা, কৃষ্ণনগর, বিষ্ণুপুর ও আশাশুনী উপজেলার শ্রীউলা, মহিষপুর, গাজীপুর, চান্দুলিয়া, হাঁড়িভাঙ্গাসহ বিভিন্ন এলাকা থেকে জুয়াড়িরা জড়ো হচ্ছে এই আসরে।
ওই জুয়ার আসরে এলাকার ১০ থেকে ১২ জনের সক্রিয় একটি দালাল চক্র রয়েছে। তারা কার্ড দিয়ে খেলোয়াড়দের ওয়াপদার ভেঁড়িবাধ থেকে নিয়ে যায় আস্তানায়।। জেলার বড় বড় ব্যবসায়ীরা আসেন এখানে জুয়া খেলতে। খেলার আয়োজক আইজুলের কাছে জুয়া খেলার বিষয় জুয়ারি সেজে কথা বললে তিনি মঙ্গল বার সকাল ১১ টার দিকে আমত্রণ জানান দৈনিক সাতক্ষীরার ওই প্রতিনিধিকে। ওই আয়োজক সাংবাদিক বুঝতে না পেরে উপজেলার বাঁশতলা বাজার থেকে তাকে জুয়ার আস্তানায় নিয়ে যাবেন এই কথা বলেন।
এছাড়া প্রশাসনের কোন রকম সমস্যা আছে কীনা জানতে চাইলে তিনি বলেন, কান প্রকার সমস্যা হবেনা কারণ সবাইকে ম্যানেজ করে চালানো হচ্ছে জুয়ার আসর। এ ব্যাপারে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে বিষয়টি তিনি জানেন না বলে জানান । তবে এমন অভিযোগের সত্যতা পেলে অবশ্যই জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি বলেন।

 

 

মুক্তআলো২৪.কম/১২ ফেব্রুয়ারি, ২০১৯