কালিগঞ্জ থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মাসুদ পারভেজ: নিজস্ব প্রতিনিধি

মুক্ত আলো

প্রকাশিত : ১০:০৫ পিএম, ২৯ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

কালিগঞ্জ থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

কালিগঞ্জ থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মাসুদ পারভেজ, নিজস্ব প্রতিনিধি :কালিগঞ্জ থানা’র আয়োজনে মঙ্গলবার (২৯ জানুয়ারী) বিকাল ৫ টায় অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ ডে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান এর সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম তিনি বলেন, পুলিশ শুধু জনগনের জানমাল রক্ষা নয়, এলাকার সার্বিক আইনশৃংখলা রক্ষায় বিশেষ ভুমিকা রেখে আসছে। পুলিশ জনগনের বন্ধু, জনতা পুলিশ মিলেই এলাকার শান্তি রক্ষা করতে হবে। কালিগঞ্জ থানা এলাকাকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, জঙ্গীবাদমুক্ত ও দালালমুক্ত করতে হবে।
উপস্থিত সকলের উদ্দ্যেশে তিনি আরও বলেন পুলিশ মাদকমুক্ত সমাজ গড়তে বদ্ধপরিকর। সার্বিক আইনশৃংখলা রক্ষায় পুলিশকে সহায়তা করুন। পুলিশ যদি অহেতুক কাওকে হয়রানী করে সেটাও জানান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, খুলনা বিভাগীয় শ্রেষ্ঠ জনপ্রতিনিধি মৌতলা ইউনিয়নের চেয়ারম্যান কালিগঞ্জ উপজেলা নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী সাঈদ মেহেদী, সাবেক পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আতাউর রহমান, থানার ওসি ( তদন্ত) মোহাম্মাদ রাজিব হাসান, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টু, উপজেলা জাতীয় পাটির সভাপতি মাহবুবর রহমান, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার জি এম আব্দুল হাকিম, কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, সাংবাদিক শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, বিশিষ্ট সাহিত্যিক ও প্রবন্ধিক অধ্যাঃ গাজী আজিজুর রহমান, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম দুলাল,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জি এম সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন আহম্মেদ সোহাগ, মহিলা আওয়ামীলীগের উপজেলা কমিটির সভানেত্রী জেবুন্নাহার জেবু, কালিগঞ্জ উপজেলা আওয়ামী তথ্য-প্রযুক্তি লীগের সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেন, নলতা ইউপি সদস্য হারুন, গ্রাম পুলিশ রফিকুল ইসলাম প্রমুখ। ওপেন হাউজ ডে অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, গ্রাম পুলিশ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।


মুক্তআলো২৪.কম/২৯জানুয়ারি২০১৯