সংলাপ নয়,প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করবেন: সেতুমন্ত্রী

অনলাইন ডেক্স

মুক্ত আলো

প্রকাশিত : ০৭:৪২ পিএম, ১৪ জানুয়ারি ২০১৯ সোমবার

মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায়  সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

‘সংলাপ নয়, নির্বাচন পরবর্তী শুভেচ্ছা জানানোর জন্য রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে’।সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে আগামী ১৯ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানের বিজয় সমাবেশকে সফল করতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।

সেতুমন্ত্রী তিনি বলেন,‘সংলাপ নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে সংলাপের আমন্ত্রণ জানিয়েছিলেন, সেহেতু তিনি (শেখ হাসিনা) নির্বাচন পরবর্তী শুভেচ্ছা জানানোর জন্য তাদের আমন্ত্রণ জানাতে চান।’

সেতুমন্ত্রী তিনি বলেন,‘সংলাপে প্রায় ৭৫টি রাজনৈতিক দল অংশ গ্রহণ করেছিল। এই রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দেয়া হবে। এ রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয়পার্টি, বিএনপি, জাতীয় ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্ট, কেন্দ্রীয় ১৪ দল, বামজোটসহ বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে।’

ওবায়দুল কাদের তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন নিয়ে সংলাপের কোনো বিষয় নেই। এ নির্বাচন নিয়ে সারাবিশ্বে কোনো বিতর্ক ও সংশয় নেই। পুরো গণতান্ত্রিক বিশ্ব নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।’

তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, জাতীয় নির্বাচন নিয়ে সংলাপের কোনো প্রয়োজন নেই। সংলাপের দাবি হাস্যকর। তারপরও গতকালের কয়েকটি সংবাদ মাধ্যমে সংলাপ নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। তাই এ বিষয়টি পরিষ্কার করলাম।’


সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ছিল বলেই, নির্বাচনে আওয়ামী লীগ এ মহাবিজয় অর্জন করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও এ বিজয় অব্যাহত থাকবে। আসন্ন উপজেলা ও সিটি কর্পোরেশন নির্বাচনেও বিজয়ের এ ধারা অব্যাহত থাকবে।সূত্রঃইত্তেফাক