ঘাতকেরা হত্যা করতে চেয়েছিল বঙ্গবন্ধু’র আদর্শ’কে:এ্যাড.শামসুল হক টুকু

মোঃসরোয়ার জাহান

মুক্তআলো২৪.কম

প্রকাশিত : ০৮:৪০ পিএম, ৩১ আগস্ট ২০১৮ শুক্রবার | আপডেট: ০৮:৪৯ পিএম, ৩১ আগস্ট ২০১৮ শুক্রবার

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বীর-মুক্তিযোদ্ধা এ্যাড.শামসুল হক টুকু এমপি

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বীর-মুক্তিযোদ্ধা এ্যাড.শামসুল হক টুকু এমপি

এ্যাড.শামসুল হক টুকু এমপি তিনি বলেন,আগস্ট মাস বাঙালি জাতির শোকের মাস। আগস্ট মাস শোক কে শক্তিতে রূপান্তরিত করে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করার মাস।আগস্ট মাসে ঘাতকেরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করে নাই হত্যা করতে চেয়ে ছিল বঙ্গবন্ধু’র চেতনাকে আদর্শ’কে।

এ্যাড.শামসুল হক টুকু এমপি তিনি বলেন,বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার পরে,বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে মুক্তিযুদ্ধের চেতনায় বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে ,বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করেছেন।

এ্যাড.শামসুল হক টুকু এমপি তিনি আরো বলেন,বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে।বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের জন্য গোটা বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় শানিত হতে হবে।

আজ শুক্রবার (৩১ আগষ্ট) বিকেলে ঢাকায় সাবেক বিদ্যুৎ,জ্বালানী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বীর-মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড.শামসুল হক টুকু এমপি ‘বঙ্গবন্ধু গবেষণা পরিষদ’ কর্তৃক আয়োজিত "জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায়" বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডঃ মশিউর রহমান, মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা।

 

মুক্তআলো২৪.কম/৩১আগষ্ট/২০১৮