সমস্যা হলো মায়ের কথায় বাবা এসে যায় কেন যেন

কচি রেজা

মুক্তআলো২৪.কম

প্রকাশিত : ০৬:২৪ এএম, ১২ মে ২০১৪ সোমবার | আপডেট: ১২:১১ এএম, ২০ জুন ২০১৪ শুক্রবার

কচি রেজা

কচি রেজা


মাতৃহৃদয় নিয়ে কিছু বলতে অপারগতায় ভুগি কারন সে ছিল জন্তু জানোয়ারের ও মা। সন্ধ্যায় আমার হাত মুখ  ধুয়ে দিয়ে কড়া গলায় বলত, পড়তে বস। আমি আমার খোঁড়া মুরগি কোলে নিয়ে বলতাম , মুরগির  পা  ধুয়ে দাও আগে `` বিনা বাক্য ব্যয়ে মা পালন করতো আমার আবদার ।

বিকালে স্কুল থেকে ফিরে মাকে বলতাম, ভাত রেডি করো` `` মা বলতো , সব রেডি ,
তুই শুধু খেয়ে নে `` আমি বলতাম , উহু , তুমি আমার সামনে এসে বসো ``
বৃহত পরিবারের বড়ো বোউ বিশ্রামটুকু ফেলে দিব্যি উঠে আসতো ----
দুঃখ হয় সেরম আর পাই না কাউকে-----


একদিন সন্ধ্যায় খেলা ধূলার পরে বাসায় ফিরে মাকে বলি , মা ছুটকাদার দোকানে মালা দেখে এসেছি,কিনে দাও।মা বলে,বাবাকে বল `।বাবা আসে সেই মাঝ রাতে।
নাটকের রিহার্সেল করে টরে ।আমি জেগে ক্যানো জিগেস করতে মা বলে ,ওকে আজ-ই মালা কিনে দিতে হবে।`বাবা বলে,দোকান বন্ধ হয়ে গেছে তো --`আমি এতক্ষন কথা কই নি।বোলে উঠি ,বাবা,ছুটকাদার বাসা আমি চিনি,তুমি আমার সাথে চলো `
গেলাম ।দোকান খুলে কিনলাম সেই রাতে --
সমস্যা হলো মায়ের কথায় বাবা এসে যায় কেন যেন