প্রধানমন্ত্রী জন কি জয়ের পথে নিউজিল্যান্ডে নির্বাচনে

মুক্তআলো২৪.কম অনলাইন

মুক্তআলো২৪.কম

প্রকাশিত : ০৬:০৫ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৪ শনিবার | আপডেট: ০৮:২৭ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৪ শনিবার

শনিবার রক্ষণশীল প্রধানমন্ত্রী জন কি বিজয়ী হতে যাচ্ছেন এমন আভাস পাওয়া গেছে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নির্বাচনের প্রাথমিক ফলাফলে ।স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ভোট কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে মোট ভোটের অর্ধেকেরও বেশি ভোট গণনা করা হয়ে যায়। এতে জন কি’র ন্যাশনাল পার্টি ৪৮.৯ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। ফলে জন কী তৃতীয় মেয়াদে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এ দেশটির প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে।

তবে নিউজিল্যান্ডের আনুপাতিক ভোট প্রক্রিয়ার কারণে জন কী সতর্কতার সঙ্গে বলেন, নির্বাচনে বিজয়ের ব্যাপারে নিশ্চিত হওয়ার সময় এখনো হয়নি।তিনি বলেন, প্রাথমিক ফলাফলের ভিত্তিতে তিনি ‘নার্ভাস, তবে আশাবাদী’।

নিউজিল্যান্ড ১৯৯৬ সালে জার্মান ধাঁচের মিশ্র-সদস্য-আনুপাতিক নির্বাচনী প্রক্রিয়া গ্রহণ করে। প্রাথমিক ফলাফল অনুযায়ী জন কি’র ন্যাশনার পার্টি ১৯৯৬ সালের পর প্রথমবারের মতো ১২১ সদস্যের পার্লামেন্টে ৬৩ আসন নিয়ে সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে।এছাড়া ছোট দলগুলোর সঙ্গে সমঝোতায় পৌঁছলে কী’র আসন সংখ্যা ৬৭-তে উন্নীত হবে।

প্রধান বিরোধীদল লেবার পার্টি ২৩.৮ শতাংশ ভোট পেয়েছে। লেবার পার্টির মিত্র দল গ্রিন পার্টি পেয়েছে ১০ শতাংশ ভোট। এছাড়া ফার্স্ট পাটি ৯.০ শতাংশ ভোট জিতেছে।