ফার্স্ট লেডি মিশেল ওবামার নাইজেরিয়ার স্কুলছাত্রীদের অপহরণের নিন্দা

অনলাইন ডেস্ক

মুক্তআলো২৪.কম

প্রকাশিত : ০৫:১৫ এএম, ১২ মে ২০১৪ সোমবার | আপডেট: ০৯:২১ এএম, ২৪ মে ২০১৪ শনিবার

ফার্স্ট লেডি মিশেল ওবামা

ফার্স্ট লেডি মিশেল ওবামা

আন্তর্জাতিক মা দিবসের প্রাক্কালে মিশেল এ ভাষণ দিয়েছেন বলে হোয়াইট হাউস জানিয়েছে।ফার্স্ট লেডি মিশেল ওবামা নাইজেরিয়ার স্কুলছাত্রীদের অপহরণ ঘটনার নিন্দা ও ক্ষোভ জানাতে প্রেসিডেন্ট বারাক ওবামার সাপ্তাহিক ভাষণ (প্রেসিডেন্টাল অ্যাড্রেস) দিলেন । যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে রবিবার ১১ মে, মা দিবস পালিত হবে। সাপ্তাহিক প্রেসিডেন্টাল অ্যাড্রেসগুলোতে সাধারণত মিশেল ওবামাকে স্বামী বারাক ওবামার পাশে উপস্থিত থাকতে দেখা যায়। তবে এবারই প্রথম ফার্স্ট লেডি একাই এ ভাষণ দিলেন। হোয়াইট হাউসের উপ-মুখপাত্র এরিক স্কুলজ বলেন, দুই যুবতী মেয়ের মালিয়া ও শাশা মা হিসেবে এ অপহরণের ঘটনায় প্রেসিডেন্ট ওবামা এবং নিজের ক্ষোভ ও হতাশার কথা ব্যক্ত করে মিশেল রাষ্ট্রপতির ভাষণটি ব্যবহারের সুযোগ নিলেন। এরিক আরো জানান, মিশেল আশাবাদ ব্যক্ত করেছেন যে অপহৃত ছাত্রীদের সাহস অনুপ্রেরণা হিসেবে এবং জন্মগত অধিকার হিসেবে প্রতিটি মেয়ের শিক্ষা নিশ্চিত করার লড়াইয়ে বিশ্বব্যাপী মানুষের প্রতি অ্যাকশন নেওয়ার জন্য আহ্বান হিসেবে কাজ করছে।

চলতি সপ্তাহের শুরুতে মিশেল ওবামা হোয়াইট হাউসের অভ্যন্তরে তোলা নিজের একটি ছবি টুইট করেছিলেন। ছবিতে মিশেল আমাদের মেয়েদেরকে ফিরিয়ে আনো বার্তা সংবলিত একটি সাইন ধরে রেখেছেন। সাধারণত মার্কিন ফার্স্ট লেডিরা বৈদেশিক নীতি বিষয়ে খোলামেলা মন্তব্য করা থেকে বিরত থাকেন। তবে ফার্স্ট লেডি মিশেল নাইজেরিয়ার অপহৃত স্কুল ছাত্রীদের মুক্তির জন্য শুরু থেকেই বেশ সোচ্চার রয়েছেন। উল্লেখ্য, গত ১৪ এপ্রিল নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ বোর্নোর একটি স্কুল থেকে রাতের অন্ধকারে তিন শ`র মতো ছাত্রীকে অপহরণ করে দেশটির ইসলামী জঙ্গিগোষ্ঠী বোকো হারাম। তবে এদের মধ্যে ৫৩ ছাত্রী পালাতে সক্ষম হয়। এখনো দুই শতাধিক ছাত্রী নিখোঁজ আছে।