১০ জন নিহত ইস্তাম্বুলে লিফট দুর্ঘটনায় :অভিযোগ ৪ ব্যক্তির বিরুদ্ধে

অনলাইন

মুক্তআলো২৪.কম

প্রকাশিত : ১০:০৩ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৪ বৃহস্পতিবার

৩২ তলা থেকে লিফট ভেঙ্গে পড়লে ১০ ব্যক্তি মারা যায়ইস্তাম্বুলে একটি অসমাপ্ত বিলাসবহুল অট্টালিকায়। বৃহস্পতিবার এ ঘটনার জন্যে ৪ শ্রমিকের বিরুদ্ধে আদালতে অভিযোগ আনা হয়েছে। বার্তা সংস্থা দোগান জানায়, ভবন নির্মাণ প্রজেক্টের একজন সাইট ম্যানেজার এবং অপর তিনজন লিফট মেরামতকারীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

অপর দুই আটক ব্যক্তিকে দেশত্যাগের ওপর নিষেধাধাজ্ঞা দিয়ে জেল থেকে মুক্তি দেয়া হয়েছে। তারা লিফট ও ভবন নির্মাতা কোম্পানীর অংশীদার। তবে ভবন মালিক কোনো প্রকার অবহেলার কথা দৃঢ়ভাবে অস্বীকার করেছেন।

শনিবার রাতে ইস্তাম্বুলের সিসলি মেসিদিয়েকোই আবাসিক এলাকার ৪২ তলা বিশিষ্ট অসমাপ্ত তোরুনলার সেন্টার টাওয়ার ভবনে এ লিফট ভেঙ্গে পড়ে। ১৫ দিন আগেও লিফটটি একবার ভেঙ্গে গিয়েছিল। প্রয়োজনীয় তহবিলের অভাবে লিফটটি ঠিকমতো মেরামত করা হয়নি বলে জানা গেছে।