ওয়েলক কুলাউড়া সোসাইটির

কার্ডিফের কসমেস্টন লেইকে বনভোজন অনুষ্ঠিত

কার্ডিফ থেকে রকিব মনসুরঃ

মুক্ত আলো

প্রকাশিত : ০৯:০২ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৪ বৃহস্পতিবার | আপডেট: ০৩:৪৪ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৪ শনিবার

ওয়েলস কুলাউড়া সোসাইটি ইন ইউকে ২০০৫ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে কুলাউড়াবাসীর উন্নয়নে ও স্থানীয় কমিউনিটির কল্যাণে নিরলসভাবে কাজ করে চলছে। গত ৭ সেপ্টেম্বর রোববার ওয়েলস কুলাউড়া সোসাইটি ইন ইউকে’র উদ্যোগে নব প্রজন্মের সন্তানদের সাথে নিয়ে কার্ডিফের প্যানাথের কমমেস্টন লেইকে দিনব্যাপী এক ডেট্রিপ ও বনভোজনের আয়োজন করা হয়।

ওয়েলস কুলাউড়া সোসাইটির চেয়ারম্যান প্রবীণ মুরব্বী আলহাজ্ব ফিরোজ আলী, সেক্রেটারী জেনারেল বদরউদ্দিন চৌধুরী বাবর ও ট্রেজারার সুমন আলীর সর্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই বনভোজনে ডেইলি সিলেট ডট কমের চেয়ারম্যান ও দৈনিক মৌলভীবাজার ডট কমের সম্পাদক বাংলা টিভির সাংবাদিক মকিস মনসুর আহমদ, গ্রেটার সিলেট কাউন্সিল ওয়েলসের চেয়ারপার্সন হাজী লিয়াকত আলী, ভাইস চেয়ারম্যান সৈয়দ আমান উল্লাহ খোকন, সাবেক ছাত্রনেতা জমসেদ খান মিটু, জালাল উদ্দিন চৌধুরী জলি, জহির উদ্দিন চৌধুরী দিদার ও মিনহাজ আলীসহ ওয়েলস বাংলাদেশ কমিউনিটি ইন ইউকের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কুলাউড়াবাসীর ডে ট্রিপে অংশ গ্রহণকারীরা সারাদিন আনন্দঘন পরিবেশে নানা কর্মসূচীর মাধ্যমে ব্যস্তসময় কাটিয়েছেন। প্রতি বছরের ন্যায় এবারও এ ধরনের গেট টুগেদার ট্রিপের আয়োজনের জন্য অংশগ্রহণকারী অভিভাবকরা সংগঠনের দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।