প্রতি আসনের বিপরীতে ৮২ জন জগন্নাথে ভর্তি পরীক্ষায়

অনলাইন

মুক্তআলো২৪.কম

প্রকাশিত : ০৩:০৫ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৪ বৃহস্পতিবার | আপডেট: ০৮:১৬ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৪ বুধবার

প্রথম বর্ষের ভর্তির জন্য প্রতি আসনের বিপরীতে ৮২ জন প্রার্থী আবেদন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান)।বিশ্ববিদ্যালয়ের ২ হাজার ৭৬০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ২৫ হাজার ৯৫৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের উপপরিচালক সৈয়দ ফারুক হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞান অনুষদে (এ ইউনিট) ৭৯০টি আসনের বিপরীতে ৬১ হাজার ৪৫৯, কলা অনুষদে (বি ইউনিট) ৭১০টির বিপরীতে ৫০ হাজার ৫৫১, ব্যবসায় শিক্ষা অনুষদে (সি ইউনিট) ৬২০টি আসনের বিপরীতে ৪৫ হাজার ৫৩২, সামাজিক বিজ্ঞান অনুষদে (ডি ইউনিট) ৫৪০টির বিপরীতে ৬৫ হাজার ৯৬১ ও আইন অনুষদে (ই ইউনিট) ১০০টির বিপরীতে ২ হাজার ৪৫৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। গতকাল রোববার রাত ১২টায় ভর্তির আবেদনের সময় শেষ হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি মাসের ৫ সেপ্টেম্বর ‘সি ইউনিট’; ১২ সেপ্টেম্বর ‘এ ইউনিট’; ১৩ সেপ্টেম্বর ‘ই ইউনিট’; ১৯ সেপ্টেম্বর ‘বি ইউনিট’ ও ২৬ সেপ্টেম্বর ‘ডি ইউনিট’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে বিকেল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত। এ ছাড়া ভর্তি-সংক্রান্ত বিস্তারিত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে।