স্থায়ী কমিটির রিপোর্ট চূড়ান্ত সংবিধান (ষোড়শ সংশোধন) বিলের

অনলাইন

মুক্তআলো২৪.কম

প্রকাশিত : ০৯:৩৬ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৪ বুধবার | আপডেট: ০৯:৩৮ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৪ বৃহস্পতিবার

সংবিধান (ষোড়শ সংশোধন) বিল ২০১৪-এর রিপোর্ট চূড়ান্ত করা হয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় ।আজ সংসদ ভবনে কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ রিপোর্ট চূড়ান্ত করা হয়।কমিটির সদস্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, মো. তাজুল ইসলাম চৌধুরী, আবদুল মতিন খসরু, সাহারা খাতুন, মো. শামসুল হক টুকু, মো. আব্দুল মজিদ খান, তালুকদার মো: ইউনুস, এডভোকেট মো. জিয়াউল হক মৃধা এবং সফুরা বেগম সভায় অংশগ্রহণ করেন।

সভায় সংবিধান (ষোড়শ সংশোধন) বিল, ২০১৪ এর উপর বিস্তারিত আলোচনা হয়। সভায় সংবিধানের ৯৬ অনুচ্ছেদ-এর অধিকতর সংশোধনকল্পে আনীত বিলটি পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন শেষে সংসদে উত্থাপনের জন্য রিপোর্ট চূড়ান্ত করা হয়।

আইন কমিশনের চেয়ারম্যান এ.বি.এম খায়রুল হক, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ শহীদুল হক এবং আইন ও বিচার বিভাগের সচিব (দায়িত্ব প্রাপ্ত) আবু সালেহ শেখ মোঃ জহিরুল হকসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন