ইসরায়েলের ২৫০ কোটি ডলার খরচ গাজায় ৫০ দিনের যুদ্ধে

অনলাইন

মুক্তআলো২৪.কম

প্রকাশিত : ০৩:২৩ পিএম, ৪ সেপ্টেম্বর ২০১৪ বৃহস্পতিবার | আপডেট: ১০:০০ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৪ বৃহস্পতিবার

প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন

প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন

২৫০ কোটি ডলার খরচ হয়েছে ইসরায়েল জানিয়েছে গাজায় হামাস জঙ্গীদের সঙ্গে তাদের ৫০ দিনের যুদ্ধে । প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন তেল আবিবে এক অর্থনৈতিক সম্মেলনে বলেন ইসরায়েলি বাহিনী কর্তৃক গাজাসহ বিভিন্ন স্থানে করা ছয় হাজারেরও বেশি বিমান হামলায় এই বিপুল খরচ হয়।
এ ছাড়া হামাসের পক্ষ থেকে ছোড়া রকেট ভূপাতিত করতে প্রতি রকেটের পেছনে খরচ হয় ১ লাখ ডলার। তিনি বলেন হামাসের এখনো প্রচুর অস্ত্র মজুদ রয়েছে। যুদ্ধে ২১ শ-য়েরও বেশি ফিলিস্তিনি এবং ৭২ জন ইসরায়েলি নিহত হয়। গত সপ্তাহে দুই পক্ষই যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়।
সূত্র : ভয়েস অব আমেরিকা