আগস্টে দশমিক ১৩ শতাংশ মূল্যস্ফীতির হার কমেছে

অনলাইন

মুক্তআলো২৪.কম

প্রকাশিত : ০৩:১৬ পিএম, ৪ সেপ্টেম্বর ২০১৪ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৫৮ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৪ শনিবার

পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল

পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল

দশমিক ১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬.৯১ শতাংশ চলতি বছরের আগস্টে সার্বিক মূল্যস্ফীতির হার । ২০১৩ সালের আগস্টে যা ছিল ৭.৩৯ শতাংশ। আজ বৃহস্পতিবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এই তথ্য জানিয়েছেন। মন্ত্রী বলেন, নিত্য প্রয়োজনীয়সহ ৫০ শতাংশ খাদ্য আমদানি করি। বিদেশে খাদ্যপণ্যের দাম অনেক কম তাই মূল্যস্ফীতি কমে গেছে। বিদেশি পণ্যের দাম কমলে মূল্যস্ফীতি আরো কমে যাবে। তিনি আরো বলেন বন্যার কারনে মূল্যস্ফীতিতে কোনো প্রভাব পড়বে না।
বন্যা আমাদের প্রতিবছরের ঘটনা। বন্যা দীর্ঘস্থায়ী না হলে মূল্যস্ফীতিতে কোনো প্রভাব পড়বে না। মন্ত্রী বলেন, আগস্টে গ্রামীণ ও সাধারণ পর্যায়ে পয়েন্ট টু পয়েন্টের ভিত্তিতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৬.৮৩ শতাংশ। যা জুলাইয়ে ছিল ৬.৯৩ শতাংশ। আগস্টে খাদ্য ও খাদ্যবহিভূর্ত উপ-খাতে মূল্যস্ফীতি হয়েছে ৭.৫৬ ও ৫.৪৬ শতাংশ। যা জুলাইয়ে ছিল ৭.৭৮ ও ৫.৪৩ শতাংশ।
মন্ত্রী অরো বলেন, মূল্যস্ফীতির হার কমে যাওয়ার আরো কারণ হলো চাল, মাংস, মাছ, ডিম, শাক-সবজি, ফল, মসলা, দুধ এবং দুগ্ধ জাতীয় দ্রব্যাদি, অন্যান্য খাদ্য সামগ্রী ও তামাক জাতীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধির কারণে জুলাই এর তুলনায় আগস্টে খাদ্য সামগ্রী উপ-খাতে মূল্যস্ফীতি হয়েছে ১.৮৩ শতাংশ। যা জুলাইয়ে ছিল ২.১৮ শতাংশ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল, পরিকল্পনা মন্ত্রণালয় সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম প্রমূখ।