সরোয়ার জাহান এর কবিতা-

‘বিনীত বেদনা…০১’

সরোয়ার জাহান

মুক্তআলো২৪.কম

প্রকাশিত : ১২:৩৯ এএম, ২৮ আগস্ট ২০১৪ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৩৭ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৪ বুধবার

দরোজায় করাঘাত রেখে যাবো সব কথা শেষ হলে
হোক মিথ্যে প্রবোধ হোক ভুল, কিছুটাতো চাই
জোস্নায় পাক সামান্য ঠাঁই
অভিলাষী মন চন্দ্রে নাইবা পাক
তবে কি প্রতারনাময় জন্ম জীবনের কাছে?

 
একা একা জেগে রবো নির্জন ঢেউ
শব্দের প্লাবনে ভেসে ভেসে জড়াবো নিজেকে,
ইথারের স্বাস্থ্যে বিলীন হবে উৎকন্ঠার ধ্বনিরা
তুমি এসে ঠিক খুলবে দুয়ার. তবু দ্যাখা হবে না
কিন্তু কিছুটাতো চাই, কিছুটাতো চাই আমার !

 
তুমি এলেই আকাশে জলের ঘ্রান, শুধু মনে হয়
আহা,কতোদিন আমরা আমাদের ভালোবাসার কথা বলিনি
ভেঙে পড়বে প্রবল বন্যায় স্নেহময় হাতে যাকে স্পর্শ করলে!
পাঁজরে পুস্পের ঘ্রান পুষে রাখে প্রেমের মতোন যে –মানুষ;
আমি উঠে  এসেছি তার স্বপ্নের শিয়র থেকে বিঃশ্বাস করো
ভালোবাসা প্রিয় নারী তোমাকে বলবো বলে, শুধু তোমাকে !

 
ব্যথার প্রবাল জমে তিলে তিলে গ’ড়ে ওঠা বাসনার ভূমি
আজো ঠিক তেমনি ছুটে যায়…..
তুলোর মেঘের পেছনে দুরন্ত কৈশোর,যৌবন আমার;
যেন বিনীত বেদনায় অহংকারের ভেতর লুকিয়ে থাকা !

 
মনে রেখ ,যদি কোনদিন দ্যাখা হয় পতিত জমিনে
মৌনতা ভেঙ্গে তখন বলো ডেকে
আমি সব মথা পেতে নেবো,মনে কি নেই তোমার ?
গন্দমের-ও যে আছে অভিজ্ঞতা আমার
চাষের আটষট্রি কলা শিখেছে এ শরীর এখন!
শরীর ঢেকে সাবধানে সব হাঁটছে যখন অন্ধকারে
আমি তখন ভেতর বাহির খোলা রেখেছি
আলোর সামনে খুলে রেখেছি কিন্তু তাকে তো দেখি না
যে-চোখ তাকিয়ে দ্যাখে,তারে আমি কোন চোখে দেখি বলো?
=========================================