মোঃসরোয়ার জাহান এর কবিতা-‘দূরের মেঘ’

কবি মোঃ সরোয়ার জাহান

মুক্ত আলো

প্রকাশিত : ০৭:৪৩ পিএম, ১৮ আগস্ট ২০১৪ সোমবার | আপডেট: ১২:২২ এএম, ২৫ সেপ্টেম্বর ২০১৪ বৃহস্পতিবার

তোমার উন্মুক্ত অন্তর্বাস যেন
ঘোরলাগা অদ্ভুত আহ্বান
যেখানে ম্লান সকল মূল্যবোধ
প্রথম পূর্নিমা যেন ফাল্গুনের!


তোমার নিতম্বের তৃষ্ণার্ত তরঙ্গ
কেন জানি তুমি হয়ে যাও
বিশ শতকের শূন্য নিঃস্বপ্ন
বর্ষায় ভিজে যায় রমনীর কঠোর চিবুক
জেগে ওঠে রোদ্দুরের বালি অন্ধকার ছুঁয়ে ছুঁয়ে

 
জলের দিকে নির্বাক চেয়ে থাকা চোখ
সেই প্রথম দেখেছিলো আপন প্রতিকৃতি
শুধু রক্তাক্ত হৃদয়খানা বুকের ভেতর
লুকিয়ে তন্ময় আমি
কেন আজ পোড়া তুষের গন্ধে
শুধু জন্মের কথাই মনে পড়ে
কোন বেদনার বুনোজলে
ভাসি সারাটি স্নিগ্ধ রাত?

 
ওহে নদী দূরের মেঘ, তারে কিছু জল দাও..
……………দাও কিছু পাললিক মাটিও……….! 

===============================