১০ বছরের সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার পাবনায়
অনলাইন
মুক্তআলো২৪.কম
প্রকাশিত : ০৮:২৭ পিএম, ১৭ আগস্ট ২০১৪ রোববার | আপডেট: ০৪:০৩ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৪ বৃহস্পতিবার

ছবি: প্রতীকী
পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার পৃথক এলাকা থেকে ১০ বছর করে কারাদণ্ডের আদেশপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার ভোর ৫টার দিকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন-আমিনপুর থানার খানেবাড়ি মাসুমদিয়া গ্রামের কাশেম মোল্লা (৫৫) ও আহাম্মদপুর দণি চরপাড়ার আক্কেল মণ্ডলের ছেলে আনিছুর রহমান সেলিম (৩০)।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে কাশেম ও সেলিমের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
২০০৭ সালের মার্চ মাসে চট্টগ্রামের পাহাড়তলী থানায় দায়ের করা একটি অস্ত্র মামলায় তাদের ১০ বছর করে সাজার আদেশ দেন আদালত। এতোদিন তারা পলাতক ছিলেন। দুপুরে আদালতের মাধ্যমে তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।