এবোলা ভাইরাস রুখতে সতর্কাবস্থা জারি সোনামসজিদ স্থলবন্দরে

অনলাইন

মুক্তআলো২৪.কম

প্রকাশিত : ০৮:৫৬ পিএম, ১৪ আগস্ট ২০১৪ বৃহস্পতিবার | আপডেট: ০৫:২২ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৪ সোমবার

সোনামসজিদ সীমান্তে বিশেষ সতর্কাবস্থা জারি করা হয়েছে প্রাণঘাতী এবোলা ভাইস রুখতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার  সোনামসজিদ স্থলবন্দর সীমান্তে চেকপোস্ট বসিয়ে এবোলা ভাইরাস প্রতিরোধে ৭ সদস্যে একটি মেডিক্যাল টিম কাজ শুরু করেছে। চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. এ কে এম মোজাহার হোসেন কালের কণ্ঠকে নিশ্চিত করে জানান, পশ্চিম আফ্রিকার প্রাণঘাতী এবোলা ভাইরাস রুখতে ৪ দিন থেকে ভারতে যাতায়তকারী পাসপোর্টধারী যাত্রীদের পরীক্ষা করার পাশাপাশি সচেতন করা হচ্ছে।
সোনামসজিদ স্থলবন্দরে মেডিক্যাল টিম তৎপর রয়েছে। ১১ আগস্ট ৭ সদস্যের একটি মেডিক্যাল টিম গঠন করা হয় বলেও জানান তিনি।বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কোনো আক্রান্ত রোগী পওয়া যায়নি বলে জানায় স্বাস্থ্য বিভাগ। সরকারের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সোনামসজিদ স্থলবন্দরে মেডিক্যাল টিম কাজ করবে বলে জানায় স্বাস্থ্য বিভাগ।
সোনামসজিদ স্থলবন্দর কাস্টমস-এর সহকারী কমিশনার মো. কেফায়েত উল্লাহ মজুমদার জানান, সোনামসজিদ স্থলবন্দর সীমান্তে চেকপোস্ট বসিয়ে এবোলা ভাইরাস প্রতিরোধে ৭ সদস্যে একটি মেডিক্যাল টিম কাজ করেছে।