৪০ লাখ টাকার বেশি ঋণ নয় গাড়ি কিনতে

অনলাইন

মুক্তআলো২৪.কম

প্রকাশিত : ০৬:৫০ পিএম, ১৩ আগস্ট ২০১৪ বুধবার | আপডেট: ০৫:২২ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৪ সোমবার

 

এখন থেকে গাড়ি কিনতে ৪০ লাখ টাকার বেশি ঋণ দিতে পারবে না বাণিজ্যিক ব্যাংকগুলো একক গ্রাহক হিসেবে কোনো ব্যক্তিকে । বুধবার বাংলাদেশ ব্যাংক এক আদেশে এ কথা জানিয়েছে।কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে আদেশটি জারি করেছেন উপ মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গাড়ির ঋণের ক্ষেত্রে গ্রাহক গাড়ির জন্য সর্বোচ্চ ৫০ শতাংশ ঋণ দেওয়া যাবে। আর ৫০ শতাংশ গাড়ি ব্যবহারকারীকে বহন করতে হবে। ইতোপূর্বে গাড়ির জন্য গ্রাহকরা ৩০ শতাংশ ব্যাংক ঋণ পেতেন। বাকি ৭০ শতাংশ গ্রাহককে বহন করতে হতো।