শীর্ষ বিলয়নেয়ার মূল্যবান ল্যাম্বার্গিনি গাড়ি বিক্রি করতে বাধ্য হলেন

অনলাইন

মুক্তআলো২৪.কম

প্রকাশিত : ০৪:৩৬ পিএম, ১৩ আগস্ট ২০১৪ বুধবার | আপডেট: ১২:২৫ এএম, ১৫ আগস্ট ২০১৪ শুক্রবার

আইক বাতিস্তা  ব্রাজিলের সাবেক শীর্ষ বিলিয়নেয়ারএক সময় বিশ্বের সবচেয়ে ধনী হওয়ার স্বপ্নে বিভোর ছিলেন। কিন্তু পরবর্তীতে ব্যবসা ভালো না হওয়ায় নানা আর্থিক ক্ষতির সম্মুখিন হন তিনি। এবার তিনি তার মূল্যবান ল্যাম্বার্গিনি গাড়িটিও বিক্রি করে দিতে বাধ্য হলেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
আর্থিক ক্ষতির মুখে ল্যাম্বার্গিনি অ্যাভেন্টাডোর মডেলের গাড়িটি ১ দশমিক ১ মিলিয়ন ডলারে বিক্রি করে দিলেন এ বিলিয়নেয়ার। আর নতুন অবস্থায় এর মূল্য ১ দশমিক ৬ মিলিয়ন ডলার। তবে কেনার পর থেকে গাড়িটি তিনি ১২শ মাইল চালিয়েছেন। অধিকাংশ সময় গাড়িটি তার বাসার লিভিং রুমেই ছিল।গাড়িটি কেনার সময় বাতিস্তা বিশ্বের সপ্তম ধনী ব্যক্তি ছিলেন। তার বিভিন্ন ব্যবসার অগ্রগতির ভিত্তিতে সে সময় তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হওয়ার স্বপ্নে বিভোর ছিলেন। তেলক্ষেত্রসহ বেশ কিছু লাভজনক ব্যবসা ছিল তার।
সে সময় ব্লুমবার্গ টিভিকে তিনি বলেন, ‘আমাকে কিছু সময় দিন, কাজ করতে দিন।’
কিন্তু পরে অনাকাঙ্ক্ষিতভাবেই তার সম্পদ কমতে থাকে। ওজিএক্স নামে একটি তেল কম্পানির মালিক তিনি। তার তেলক্ষেত্রে বিশেষজ্ঞদের অনুমানের চেয়ে কম তেল পাওয়া যায়। এরপর বিনিয়োগ নিয়েও সমস্যায় পড়েন তিনি।আর্থিক সমস্যার কারণে এবার তিনি মূল্যবান গাড়িটিও বিক্রি করে দিতে বাধ্য হলেন।