স্মার্টফোন চীনে নিষিদ্ধ হলো

অনলাইন

মুক্তআলো২৪.কম

প্রকাশিত : ০৬:২৭ এএম, ১০ আগস্ট ২০১৪ রোববার | আপডেট: ১০:২১ পিএম, ১৪ আগস্ট ২০১৪ বৃহস্পতিবার

স্মার্টফোন কমিউমিস্ট চীনে নিষিদ্ধ হলো । গতকাল বৃহস্পতিবার চিনের দ্য স্টেট ইনফরমেশন অফিসের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।ইনফরমেশন অফিসের পক্ষ থেকে আরো জানানো হয়, হোয়াটস আ্যপ, হাইকসহ সব রকম ইনস্ট্যান্ট মেসেজিং আ্যপস ব্যবহার করতে হলে এখন থেকে সঠিক তথ্যসহ নিজের নাম অ্যাপ্রুভ করাতে হবে। ক্ষতিকারক মেসেজ, পর্নোগ্রাফি ছবি স্মার্টফোন থেকে করা যাবে না।
উল্লেখ্য, বর্তমানে প্রায় ১০০ মিলিয়ন গ্রাহক সোস্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত রয়েছে।