শেয়ার লেনদেন বেড়েছে ডিএসইতে

অনলাইন

মুক্তআলো২৪.কম

প্রকাশিত : ১১:১৩ এএম, ৮ আগস্ট ২০১৪ শুক্রবার | আপডেট: ০৭:০০ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৪ বৃহস্পতিবার

আজ ১৪ কোটির বেশি শেয়ার লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) । শেয়ার লেনদেনের ক্ষেত্রে গত পাঁচ মাসের মধ্যে এটি সর্বোচ্চ। টাকার অঙ্কে লেনদেন গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ এবং প্রধান মূল্য সূচক এক মাসের মধ্যে সর্বোচ্চ।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার ১৪.১২ কোটি শেয়ার হাতবদল হয়েছে। গত ২ ফেব্রুয়ারির পর শেয়ার লেনদেনের পরিমাণ এটি সর্বোচ্চ। ২ ফেব্রুয়ারি ১৪.২২ কোটি শেয়ার হাতবদল হয়।ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আজ বুধবার ১২.৭২ পয়েন্ট বেড়ে হয়েছে ৪৪৮৪.৯০ পয়েন্ট। গত ২৯ জুনের পর সূচক এটি সর্বোচ্চ। ২৯ জুন সূচক হয় ৪৪৮৭.০৭।
সক্রিয় বিনিয়োগকারীদের অংশ গ্রহণে মোট শেয়ার লেনদেন ৩২ শতাংশ বেড়ে টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৬৫১.৪০ কোটি টাকা। গত তিন মাসের মধ্যে এটি সর্বোচ্চ লেনদেন। গত ১৪ এপ্রিল সর্বোচ্চ ৬৭৩.৬০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। গতকালের মতো আজও বীমা ও ব্যাংক খাতের শেয়ার দাম বেড়েছে।
সেবা এবং রিয়েল এস্টেট, ফুড, টেক্সাইল, ফার্মাসিউটিক্যাল, ট্রাভেল এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতের অধিকাংশ শেয়ার দর সংশোধন হয়েছে।