আলী রেজা`র কবিতা-

`দৃশ্যপট`

আলী রেজা

মুক্তআলো২৪.কম

প্রকাশিত : ১১:৪৮ পিএম, ৭ আগস্ট ২০১৪ বৃহস্পতিবার | আপডেট: ০৩:১১ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৪ বৃহস্পতিবার

দৃশ্যপট মনে আছে
জায়গাটার নাম মনে পড়ছে না
এখানে খুন হয়েছিল একজন কবি

 
পার্কের ভিতরে পাতা কুড়ানির ভীড়
পাতা ঝরা ল্যাংটা গাছের ডালে ডালে
বেনো রোদে পোড়ে কাউয়ার ঝাঁক
খসখসে ঘাসে আধশোওয়া
নাবালিকা দেহ যৌনমজুর
গোল ঝাপসা আয়নায় দেখে পরের খেপ
ফুল পাখি আঁকা কাগজের বিছানায় শুয়ে
একটানে গিট খুলে
টাকা গুজে রাখে
পলিথিনে ভাঁজ করা নধর পেটে
নিম্ন নাভির ব্ল্যাকবোর্ডে কোন হারমিরপুত
আঁকাবাঁকা হাতে চকখড়ি দিয়ে লিখে গেছে
‘জাতের মেয়ে কালো ও ভালো
নদীর জল ঘোলা ও ভালো’