সুখবর নেইমার ভক্তদের জন্য

অনলাইন

মুক্তআলো২৪.কম

প্রকাশিত : ০৮:৫৭ পিএম, ৭ আগস্ট ২০১৪ বৃহস্পতিবার | আপডেট: ১০:১০ পিএম, ১৪ আগস্ট ২০১৪ বৃহস্পতিবার

নেইমার

নেইমার

কাতালানদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে স্প্যানিশ লা লিগার ২০১৪-১৫ মৌসুমের শুরু থেকেই বার্সেলোনা তারকা নেইমার সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন। বুধবার ক্লাবের পক্ষ থেকে মেডিক্যাল পরীক্ষার পরে এই নিশ্চয়তা দেওয়া হয়েছে।ঘরের মাঠের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ান ডিফেন্ডার হুয়ান ক্যামিলো জুনিগার আঘাতে ব্রাজিলিয়ান এই তারকার মেরুদণ্ডের কশেরুকায় চিড় ধরে। তারপর থেকে তিনি মাঠের বাইরে রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল তারকা এই স্টাইকারের হয়তোবা ছয় সপ্তাহের বিশ্রামের প্রয়োজন রয়েছে। আর তাই আগামী ২৩ আগস্ট এলচের বিপক্ষে বার্সেলোনার লা লিগার প্রথম ম্যাচে ২২ বছর বয়সী এই স্ট্রাইকারের অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দিয়েছিল।
কিন্তু ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে নেইমারের সাথে তার আরো তিন ক্লাব সতীর্থ যারা বিশ্বকাপে খেলেছেন, প্রত্যেকেই মেডিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এখন তারা নিবীড় অনুশীলনে যোগ দিতে পারবেন।
কাতালান জায়ান্টদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, নেইমার লিয়নেল মেসি, জেভিয়ার মাসচেরানো এবং দানি আলভেস প্রত্যেকেই তাদের সতীর্থদের সাথে মঙ্গলবার অনুশীলন করেছেন এবং তারপর তারা মেডিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ক্লাবে ফিরে আসেন।
ফিটনেস পরীক্ষায় তারা প্রত্যেকেই উতরে গেছেন এবং এখন থেকে আগামী তিন সপ্তাহ তারা আনুষ্ঠানিক ম্যাচ শুরুর আগে অনুশীলনের সময় পাচ্ছেন।
তবে ডিফেন্ডার আদ্রিয়ানো এখনো পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি। তিনি ছাড়া মিডফিল্ডার জাভি এবং নতুন চুক্তিভূক্ত জেরেমি ম্যাথিউ আলাদা অনুশীলন করেছে