চাচা চৌধুরীর স্রষ্টা চলে গেলেন

অনলাইন

মুক্তআলো২৪.কম

প্রকাশিত : ০৭:৫১ পিএম, ৭ আগস্ট ২০১৪ বৃহস্পতিবার | আপডেট: ১২:২২ এএম, ২৮ আগস্ট ২০১৪ বৃহস্পতিবার

মারা গেলেন  কার্টুনিস্ট প্রাণ কুমার শর্মা।বিখ্যাত কমিক চাচা চৌধুরীর স্রষ্টা তিনি। ক্যানসারে আক্রান্ত হয়ে ভারতের গুরগাঁওয়ের হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ৭৬ বছরের জন্মদিনের কয়েকদিন আগেই চলে গেলেন তিনি।পাকিস্তানের লাহোরের কাছে কাসুর জেলায় ১৯৩৮ সালের ১৫ অগাস্ট জন্ম প্রাণের। হিন্দি ম্যাগাজিন ল্যাপটপের জন্য চাচা চৌধুরী চরিত্র সৃষ্টি করেন তিনি। সেই চাচা চৌধুরীর হাত ধরেই তাঁর খ্যাতি। তাঁর সৃষ্ট অন্যান্য চরিত্রের মধ্যে রয়েছে শ্রীমতিজি, পিঙ্কি, বিল্লু, রমন ও চিন্নি চাচি। ভারতীয় ম্যাগাজিনে নিয়মিত প্রকাশিত হতো তাঁর কমিকস। দ্য ওয়ার্ল্ড এনসাইক্লোপেডিয়া অব কমিকসে তাঁকে ভারতের ওয়াল্ট ডিজনি হিসেবে অভিহিত করা হয়েছে। বুধবার দুপুর আড়াইটার  দিকে শেষকৃত্য সম্পন্ন হয়।