নতুন মাইলফলক বৈদেশিক মুদ্রার রিজার্ভে

অনলাইন

মুক্তআলো২৪.কম

প্রকাশিত : ০৬:৪১ পিএম, ৭ আগস্ট ২০১৪ বৃহস্পতিবার | আপডেট: ০৮:৪৯ পিএম, ১৪ আগস্ট ২০১৪ বৃহস্পতিবার

দুই হাজার ২০০ কোটি ডলারের নতুন মাইলফলক ছুঁয়েছে বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ।আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে রিজার্ভ দুই হাজার ২০৫ কোটি ডলারে পৌঁছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
গত জুলাই মাসে রেকর্ড ১৪৮ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে বাংলাদেশে। পাশাপাশি বেসরকারি খাতের বিভিন্ন কম্পানি বিদেশ থেকে ৩০০ কোটি ডলারের বেশি বৈদেশিক মুদ্রা ঋণ এনেছে। এই সময়ে বৈদেশিক মুদ্রা আয়ের তুলনায় ব্যয় কম হওয়ায় রিজার্ভের এই অবস্থা হয়েছে।