মোবাইল ব্যাংকিং বাতিল প্রাইমের

অনলাইন

মুক্তআলো২৪.কম

প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ৭ আগস্ট ২০১৪ বৃহস্পতিবার | আপডেট: ০৮:৪৯ পিএম, ১৪ আগস্ট ২০১৪ বৃহস্পতিবার

বাংলাদেশ ব্যাংক বেসরকারি মালিকানাধীন প্রাইম ব্যাংকের মোবাইল ব্যাংকিং কার্যক্রমের অনুমোদন বাতিল করেছে।বুধবার প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে দেওয়া এক চিঠিতে এ অনুমোদন বাতিলের কথা জানায় বাংলাদেশ ব্যাংক।সারা দেশের এজেন্ট হতে ইচ্ছুক প্রতিনিধিদের কাছ থেকে নেওয়া সিকিউরিটি মানির অর্থ ফেরত দিতে না পারায় ব্যাংক ফিন্যান্সিয়াল সার্ভিস নীতিমালার ৭ ধারার উপধারা ১ এর ৮ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জানা যায়, এজেন্ট হতে ইচ্ছুক প্রতিনিধিদের কাছ থেকে ২৫ কোটি টাকা ‘সিকিউরিটি মানি’ হিসেবে উঠনোর সত্যতা পেয়েছে বাংলাদেশ ব্যাংক। পরে সিকিউরিটির এ টাকা এজেন্টদেরকে ফেরত দেওয়ার জন্য এর আগে একাধিকবার প্রাইম ব্যাংককে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক।
একাধিকবার চিঠি দেওয়ার পরও এ টাকা ফেরত দিতে না পারায় প্রাইম ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবার অনুমোদন বাতিল করা হয়।