কিরমানি ধোনির কিপিং নিয়ে প্রশ্ন তুললেন

অনলাইন

মুক্তআলো২৪.কম

প্রকাশিত : ১০:৫১ পিএম, ২৪ জুলাই ২০১৪ বৃহস্পতিবার | আপডেট: ১০:১০ পিএম, ১৪ আগস্ট ২০১৪ বৃহস্পতিবার

সারা দেশে প্রশংসা কুড়িয়েছে ভারত ২৮ বছর পর লর্ডস টেস্ট জিতে । মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বও প্রশংসা পেয়েছে। কিন্তু, উইকেটের পিছনে গ্লাভস হাতে ধোনির পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুললেন ভারতের প্রাক্তন উইকেটকিপার সইদ কিরমানি।ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি পাঁচ টেস্টের সিরিজের প্রথম দু’টি টেস্টে কিপিং গ্লাভস হাতে ধোনির পারফরম্যান্স অত্যন্ত খারাপ। এমনটাই মনে করেন দেশের হয়ে সর্বাধিক ৮৮টি টেস্টে প্রতিনিধিত্ব করা উইকেটকিপার। প্রথম দু’টি টেস্টের ভিডিও ফুটেজ দেখার পর কিপার ধোনিকে পরামর্শ দিলেন কিরমানি।
ট্রেন্ট ব্রিজ ও লর্ডসে ২৪ রান বাই দিয়েছেন ধোনি। সম্প্রতি উইকেটকিপিং গ্লাভস হাতে ধোনির পারফরম্যান্সে ভাঁটা পড়েছে বলে মনে করেন কিরমানি। টেস্টে উইকেটের পিছনে ১৬০টি ক্যাচ ও ৩৮টি স্টাম্পিং করা করমানি বলেন, ‘কিপিং গ্লাভস হাতে সম্প্রতি ধোনির পারফরম্যান্স খারাপ হয়েছে। তবে, চিন্তার কিছু নেই। এটা শুধু সময়ের অপেক্ষা। বল ধরার ক্ষেত্রে টেকনিকের কিছু সমস্যা রয়েছে।’ ফ্লাইট বুঝে ধোনিকে বল ধরার পরামর্শ দিলেন কিরমানি। বাই রান দেওয়ার পাশাপাশি সিরিজের প্রথম দুটি টেস্টে কয়েকটি ক্যাচও ফেলেছেন ধোনি ৷ লর্ডসে দ্বিতীয় দিন ব্যক্তিগত ৩২ রানে গ্যারি ব্যালান্সের ক্যাচ ফেলেন তিনি। জীবন দান পেয়ে সেঞ্চুরি করে দলকে মজবুত জায়গায় পৌঁছে দিয়েছিলেন ব্যালান্স।