মারা গেছেন নোবেলজয়ী সাহিত্যিক নাদিন গার্ডিমার

অনলাইন ডেস্ক

মুক্তআলো২৪.কম

প্রকাশিত : ০৩:০৮ এএম, ১৯ জুলাই ২০১৪ শনিবার | আপডেট: ০৭:৪৩ পিএম, ১৩ আগস্ট ২০১৪ বুধবার

আর নেই নোবেলজয়ী সাহিত্যিক নাডিন গার্ডিমার (৯০)। দক্ষিণ আফ্রিকার নোবেল বিজয়ী জনপ্রিয় কথাসাহিত্যিক নাদিন গার্ডিমার বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। সোমবার সন্ধ্যায় তিনি জোহানেসবার্গে তাঁর নিজ বাসভবনে মারা যান।
তাঁর পরিবারের ভাষ্য মতে, তিনি কয়েক দিন ধরেই বেশ অসুস্থতায় ভুগছিলেন। নাদিন গার্ডিমার মোট ৩০টি বই লিখেছেন। যার প্রত্যেকটিই বেশ পাঠকপ্রিয়তা পেয়েছে। তিনি সমাজ ও সমাজের নানা বিষয় তাঁর লেখায় তুলে এনেছেন। ফলে তিনি শুধু তাঁর দেশ দক্ষিণ আফ্রিকাই নয় সারা বিশ্বেই সমানভাবে জনপ্রিয়তা পান। একজন সচেতন লেখক হিসেবে নাদিন গার্ডিমারের নাম পাঠক মহলে চিরস্মরণীয়। নাদিন ১৯৯১ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন। এ ছাড়াও তিনি নানান পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।