চৌধুরী ফাহাদ এর কবিতা-

`এক আকাশের তারারা`

চৌধুরী ফাহাদ

মুক্তআলো২৪.কম

প্রকাশিত : ১১:১০ পিএম, ১৭ জুলাই ২০১৪ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৪৪ পিএম, ১৩ আগস্ট ২০১৪ বুধবার

হৃদয়ের সেতারে ব্যাথার মত অনুভূতির স্বার্থ নিয়ে
স্বার্থপর হৃদয় নিঃস্বার্থ মানুষের বাগানে
বুকে পোষে বিস্মরণ অতীত অবাক চোখের নেশায়
দাঁড়িয়ে থাকে দূরতম দর্শক।

ভেতরে ছিল কি কেউ? কোন ফুল?
ছিল কি কেউ এমন আপন
স্ব-হাতে চেয়েছিল ভেঙে গুড়োগুড়ো হোক ভুল?
দেখেনি এই চোখ পরিবর্তিত রূপ
বুকের পিছনে পীঠ, তারপর ঠাই নেই-
অজানা আমূল।

একগুঁয়ে বাগান প্রাচীরের বাইরে
দীনহীন একতারার সুরে উড়ে উড়ে যায় একলা পাখি
মাতঙ্গে বাজে সঙ্গীন ঐকতান,
ধুতরার ফুলে বিষ-মলাটে প্রিয়
পাখি উড়ে যায়, উড়ে যায় যত ভোর-দূর বহুদূর
ঠোঁটে নিয়ে খণ্ডিত গান।

যে পাখির এক ছিল তাল
যে পাখিদের এক ছিল প্রাণ
ভেলায় নিয়ে জল উড়ে গেছে ভোর
দম ছিল কি বৈঠার কিংবা দাম্ভিক পাল?
অজানা প্রশ্নের নিচে চাপা পড়ে রাত
দায়মুক্তির অধ্যাদেশে অভুক্ত অভিমান!
ঘুম ঘুম চোখে ওম খোঁজে ভুল
রাঙা ঠোঁটের উচ্চারণ চায়নি মাশুল
স্বপ্নের মত কোন ভূত-ভবিষ্যতে উড়ে যায় পাখি-
একপালে একলা পাখি,
সীমানা ছাড়িয়ে অসীমের মত কোন অন্ধকার সুর।

লাল লাল চোখে নেশা থাকে না শুধু;
জলের মত কিছু গড়িয়ে গেলে বুকের সীমানায়
নিটোল চোখেও জাগে রক্তের মত নেশার যাদু।
==================================
Feedback: [email protected]