মাসুম বাদল এর কবিতা-

`এই জীবন শিল্পিত নয়`

মাসুম বাদল

মুক্তআলো২৪.কম

প্রকাশিত : ১০:২৫ পিএম, ১৭ জুলাই ২০১৪ বৃহস্পতিবার | আপডেট: ১২:৫৬ এএম, ২৮ আগস্ট ২০১৪ বৃহস্পতিবার

১.

হায়রে
নগরায়ন
আর
শিল্পায়ন!

নগর-কেন্দ্রীক যান্ত্রিক
এই জীবন শিল্পিত নয়।

২.

আমার নগর
তোমার নগর
ভিন্ন।

ভিন্ন পেশা
ভিন্ন আবাস
এক সুতোর টানে
তারহীন
যান্ত্রিক ভালবাসা-বাসি-
গন্ধহীন ভার্চুয়াল পুস্পের হাসি
স্পন্দনহীন লাল হৃদয় আর-
চুমুটাও ভার্চুয়াল
বাকিটা ভার্চুয়াল অসম্ভব বলে
স্ব-মেহনের হাতছানি...

৩.

কত্তোদিন
তোমার ভেজা গালে
ছোঁয়াইনি গাল
ভেজা ঠোঁটে বহুদিন রাখিনি ঠোঁট
ভাসিনি কতোদিন তোমার নরম জলে
তোমার বুকের বারান্দায়
ঘুমাইনি ক্লান্ত ঘুম
সন্তানের শান্ত ডাকে
কতোদিন উঠিনি আমি জেগে...

--------------------

কবি কন্ঠে আবৃত্তি শুনতে চাইলেঃ