তুমি তো চাঁদপুর থেকে সেদিন আসছো ঢাকায়:পাটওয়ারীর উদ্দেশ্যে মির্জা
মুক্তআলো২৪.কম
মুক্ত আলো
প্রকাশিত : ০৫:৩৯ পিএম, ৩১ জানুয়ারি ২০২৬ শনিবার
তুমি তো চাঁদপুর থেকে সেদিন আসছো ঢাকায়:পাটওয়ারীর উদ্দেশ্যে মির্জা আব্বাস
ঢাকা-৮ আসনের জনগণ যারা বহুদিন এই এলাকায় বাস করে, তারা মির্জা আব্বাসকে চেনে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘এখন কিছু ছেলেপেলে জুটেছে, হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ, লম্বা লম্বা কথা বলে।’
শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর পল্টনে বায়রা নেতাদের সঙ্গে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আপনারা এখন সোশ্যাল মিডিয়া খোলেন, দেখবেন যে আমাকে বকাবকি করছে,পৃথিবীতে আর কোনো কাজ নাই মির্জা আব্বাসকে বকা ছাড়া।’
ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, ‘তুমি তো চাঁদপুর থেকে সেদিন আসছো ঢাকায়। আর এই এলাকার লোক বহুদিন যাবৎ এ এলাকায় বসবাস করে। তারা আমার সম্পর্কে যা জানে, তুমি তার কিছুই জানো না। সুতরাং লম্বা লম্বা কথা বলো না। এই ঢাকা শহরের একটা ব্যক্তি বলতে পারবে না কোনো স্বার্থের জন্য মির্জা আব্বাসকে এক কাপ চা খাওয়াতে পারছে তারা।’
তিনি অনুরোধ করে বলেন, এই সমস্ত ব্যক্তিদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। মির্জা আব্বাস বলেন, ‘আমরা যেমন হাসিনার হাত থেকে দেশকে রক্ষা করেছিলাম, তেমনি এই সমস্ত অর্বাচীন বালকদের হাত থেকেও দেশকে রক্ষা করতে হবে। এজন্য যুদ্ধ করার প্রয়োজন নেই, ভোট দরকার।’
মুক্তআলো২৪.কম
