নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে:তারেক রহমান

মুক্তআলো২৪.কম

মুক্ত আলো

প্রকাশিত : ০৫:১৩ পিএম, ২৭ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার

নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে:তারেক রহমান

নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে:তারেক রহমান


বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি গোষ্ঠী ষড়যন্ত্র শুরু করেছে, যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, ‘গত ১৫-১৬ বছর আপনারা ভোট দিতে পারেননি। আপনাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে।

যারা কাজটি করেছে তারা দেশ থেকে চলে গিয়েছে। এখন আবার অন্য একটি গোষ্ঠী কিছু কিছু ষড়যন্ত্র করছে।’ গতকাল বিকালে নোয়াখালীর হাতিয়ার দ্বীপ সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারম্যান নেতা-কর্মীদের উদ্দেশ করে বলেন, ‘শুধু ভোট দিলেই চলবে না, ওখানে থাকতে হবে।দেশের সমস্যার সমাধান করতে হলে নির্বাচনে ধানের শীষকে জেতাতে হবে। আপনাদের ভোটের হিসাব কড়ায়গন্ডায় বুঝে নিয়ে আসতে হবে।’ তিনি বলেন, ‘দেশটা আমাদের সকলের, সকল ধর্মের লোক এক সাথে থেকে আমাদের দেশটা গড়তে হবে। এই দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা।
নতুন করে একটি দল ষড়যন্ত্র শুরু করেছে : এর আগে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বালুর মাঠে এক নির্বাচনি জনসভায় বিএনপি চেয়ারম্যান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি দল ষড়যন্ত্র শুরু করেছে। ১৫-১৬ বছর ধরে দেশে নির্বাচনের নামে প্রহসন হয়েছে। নিশিরাতের নির্বাচন হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এখন আবার নতুন করে একটি দল ষড়যন্ত্র শুরু করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোর থেকে ফলাফল ঘোষণার আগপর্যন্ত নেতা-কর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘আপনারা একদিন একটু কষ্ট করলে আমরা পাঁচ বছর ধাপে ধাপে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারব।রবিবার দিবাগত রাতে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রামে জনসভা শেষে ঢাকা ফেরার পথে তিনি কয়েকটি জনসভায় বক্তৃতা করেন। এর আগে কুমিল্লার দাউদকান্দিতে জনসভা শেষে দিবাগত রাত ২টার দিকে কাঁচপুরের জনসভায় যোগ দেন তারেক রহমান। সেখানে তিনি প্রায় ১৫ মিনিট বক্তব্য দেন। তারেক রহমান বলেন, বিএনপির নির্বাচনি জনসভায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং ধানের শীষে ভোট দেওয়ার আগ্রহ দেখে অনেকের মাথা খারাপ হয়ে গেছে। সে কারণেই ভোটাধিকার হরণে নতুন ষড়যন্ত্র চলছে।
নারীদের অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার ওপর গুরুত্ব দিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে শহর ও গ্রামের খেটে খাওয়া মানুষের পরিবারের গৃহিণীদের হাতে প্রতি মাসে অন্তত ৭ থেকে ১০ দিনের নগদ অর্থ বা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে। কয়েক বছর এই কার্যক্রম চালানো গেলে নারীরা আত্মনির্ভরশীল হয়ে উঠবে। কৃষকদের জন্য বিশেষ পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের তালিকা করে কৃষক কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে বছরে অন্তত একটি ফসলের জন্য প্রয়োজনীয় বীজ, সার ও কীটনাশক সরকারিভাবে সরবরাহ করা হবে। নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, গত দেড় দশকে এই এলাকায় বহু বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান দখল করা হয়েছে।

 

আজ ময়মনসিংহে নির্বাচনি জনসভা করবেন

তারেক রহমান নির্বাচনি সফরের অংশ হিসেবে আজ মঙ্গলবার ময়মনসিংহে যাবেন। সখানে বেলা আড়াইটায় সার্কিট হাউস মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি। গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন। তিনি জানান, ময়মনসিংহের জনসভা শেষে ঢাকায় ফেরার পথে তারেক রহমান আরও দুটি কর্মসূচিতে অংশ নেবেন। সন্ধ্যা ৬টায় গাজীপুরের রাজবাড়ি মাঠে এবং সন্ধ্যা ৭টায় রাজধানীর উত্তরা আজমপুর ঈদগাহ মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি। কর্মসূচি শেষে রাত ৮টায় গুলশানের নিজ বাসভবনে ফিরবেন তারেক রহমান।

ময়মনসিংহ প্রতিনিধি জানান, দীর্ঘ ২২ বছর পর তারেক রহমানের ময়মনসিংহে আগমন ঘিরে নগরীসহ পুরো বিভাগজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও আবেগ। পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।









মুক্তআলো২৪.কম