প্রায় ২০০ কোটি টাকার ই-কমার্স লেনদেন হচ্ছে বাংলাদেশে বছরে : গভর্নর

অনলাইন

মুক্তআলো২৪.কম

প্রকাশিত : ০৮:৩০ পিএম, ১৭ জুলাই ২০১৪ বৃহস্পতিবার | আপডেট: ০৯:১০ পিএম, ২৩ জুলাই ২০১৪ বুধবার

ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান

ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান

বর্তমানে বাংলাদেশে বছরে প্রায় ২০০ কোটি টাকার ই-কমার্স লেনদেন হচ্ছে,বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন।তিনি বলেন, এ লেনদেনকে আরো বৃদ্ধি করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক টু ফ্যাক্টর অথেনটিকেশন নিশ্চিত করার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে। এর ফলে ই-কমার্স আরো নিরাপদ হবে এবং ব্যাংকগুলোও ঝুঁকিমুক্তভাবে ই-কমার্সের জন্য ক্রেডিট কার্ড ওপেন রাখতে পারবে।আজ ব্র্যাক সেন্টারে আড়ং এর ই-কমার্স সাইট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় গভর্নর এসব কথা বলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের চেয়ারম্যান ফজলে হাসান আবেদ। আরো বক্তৃতা করেন ব্যাকের ব্যবস্থাপনা পরিচালক তামারা আবেদ।
ড. আতিউর রহমান বলেন, বাংলাদেশে ই-কমার্স সেবা দেবার জন্য সক্রিয় ওয়েব পোর্টাল রয়েছে ৪০টির অধিক। ১০০টির বেশি ফ্যাশন হাউজ ই-কমার্সের মাধ্যমে তাদের পন্য বিক্রি করছে।
তিনি বলেন, কুরবানীর গরু থেকে শুরু করে পদ্মার ইলিশ, নকশী কাঁথা, শাকসবজী সবই বিক্রি হচ্ছে ই-কমার্সের মাধ্যমে। এছাড়া রয়েছে ৫০০ শতাধিক ফেসবুক পেজ, যার মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট প্রোমোট করা হচ্ছে। সুখের বিষয় ই-কমার্সের প্রধান উদ্যোক্তা আমাদের প্রাণ প্রাচুর্যে ভরা তরুণ সমাজ।
গভর্নর আরো বলেন, ই-কমার্সের জন্য পণ্য উৎপাদনকারী যেসব গরীব মহিলা, ক্ষুদে উদ্যোক্তা রয়েছেন, তাদের জন্য বাংলাদেশ ব্যাংক ১০ টাকায় হিসাব খোলার ব্যবস্থা করেছে। যাতে সহজে তারা তাদের বিক্রয় লব্দ অর্থ অনলাইনে পেতে পারেন।তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক এ জাতীয় যে কোন নীতি সমর্থন দিতে সর্বদা প্রস্তুত রয়েছে।