আমাদের দায়িত্ব এসেছে ভালো দিন তৈরি করার : ফখরুল
মুক্তআলো২৪.কম
মুক্ত আলো
প্রকাশিত : ০৬:২০ পিএম, ২৫ জানুয়ারি ২০২৬ রোববার
আমাদের দায়িত্ব এসেছে ভালো দিন তৈরি করার : ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের দায়িত্ব এসেছে সুন্দর দিন তৈরি করা, ভালো দিন তৈরি করা, চাঁদাবাজি না করা। হানাহানি না করা, মামলা বাণিজ্য না করা।
রবিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার চেরাডাঙ্গী মাঠে গণসংযোগের অংশ হিসেবে নির্বাচনি পথসভায় স্থানীয় ভোটারদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমাদের নেত্রী খালেদা জিয়া বলেছিলেন যে, প্রতিহিংসা নয়, ভাতৃত্ববোধের সমাজ তৈরি করতে হবে।
হিন্দু সম্প্রদায়ের লোকজনের উদ্দেশে তিনি বলেন, আপনারা আগে নিজেরা শক্ত হোন, নিজেদের দাঁড়াবার শক্তি জোগাতে হবে। আমি আপনাদের নিশ্চয়তা দিতে চাই... আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতে থাকব।
তিনি আরও বলেন, আমরা সবসময় আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করেছি। আমরা কোনোদিন আপনাদের বিক্রি করে সম্পদ বানাই না, আমরা রাজনীতি করে আমাদের সম্পদ বানাইনি। আমরা বাপ-দাদার দেওয়া জমি-জমা বিক্রি করে রাজনীতি করি।
বিগত সরকারের কথা উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, বিগত সরকার ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছিল, আমার বিরুদ্ধে ১১১টি মামলা দিয়েছিল। আমরা আপনাদের নিরাপদ রাখতে পারব, আমানতের খিয়ানত করব না।
ফখরুল বলেন, আরেকটি দল আছে, যারা ধর্মের নামে রাজনীতি করছে, ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করছে।
মুক্তআলো২৪.কম
