বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী
মুক্তআলো২৪.কম
মুক্ত আলো
প্রকাশিত : ০৬:১৩ পিএম, ২১ জানুয়ারি ২০২৬ বুধবার
বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী
বিএনপিতে যোগদান করেছেন আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও সাবেক গণফোরাম নেতা আবু সাইয়িদ।বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৪টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে দলটিতে যোগ দেন তিনি।
এদিন বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সিনিয়র সদস্য শায়রুল কবির খান।
জানা যায়, আবু সাইয়িদ ১৯৯৬ সালে পাবনা-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন।এরপর ওই বছর থেকে ২০০১ সাল পর্যন্ত তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
পরে ২০০৮ সালে তাকে বাদ দিয়ে শামসুল হক টুকুকে (সাবেক ডেপুটি স্পিকার) আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়। এরপর এক পর্যায়ে তিনি (সাইয়িদ) আওয়ামী লীগের রাজনীতি থেকে বাদ পড়ে যান।
২০১৮ সালে তিনি গণফোরামে যোগ দেন এবং ধানের শীষ প্রতীক নিয়ে পাবনা-১ আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন।সেই নির্বাচনে নৌকার প্রার্থী সাবেক ডেপুটি স্পিকার শামসুল হকের কাছে পরাজিত হন।
এরপর ২০২৩ সালের ডিসেম্বরে গণফোরামের কেন্দ্রীয় নির্বাহী সভাপতির পদ থেকে অব্যাহতি নিয়ে ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন। সেই নির্বাচনেও তিনি শামসুল হকের কাছে পরাজিত হন।
মুক্তআলো২৪.কম
