বাজারে আনল স্যামসাং গ্যালাক্সি কোর টু

অনলাইন

মুক্তআলো২৪.কম

প্রকাশিত : ১২:৫১ পিএম, ১৭ জুলাই ২০১৪ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৫৭ পিএম, ১০ আগস্ট ২০১৪ রোববার

স্যামসং তাদের গ্যালাক্সি কোরের নতুন ভার্সন গ্যালাক্সি কোর টু বাজারে এনেছে,স্মার্টফোন বাজারে কড়া প্রতিযোগিতার মধ্যে। কোরিয়ান এই কোম্পানির এই নতুন ফোনে ডুয়াল সিমের সুবিধা রয়েছে এবং এটি কোয়াড কোর প্রসেসরের সাহায্যে চলে। এতে রয়েছে অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট ও এর দাম মাত্র ১২,১৫০ টাকা। উপমাহাদেশের বাজারে বর্তমানে চার ইঞ্চির থেকে বড় মাপের স্ক্রিনের হ্যান্ডসেটের চাহিদা বেড়েছে সেকারণেই গ্যালাক্সি কোর-টুয়ের স্ক্রিনের মাপ ৪.৫ ইঞ্চি রাখা হয়েছে। এই ফোনে ৭৬৮ এমবি র‌্যাম রয়েছে এবং এই ফোনের ইন্টারনাল মেমোরি স্টোরেজ ৪ জিবি। ফোনের মেমোরি ৬৪ জিবি পর্যন্ত বাড়ানোও যেতে পারে। এই ফোনের রেয়ার ক্যামেরা পাঁচ মেগাপিক্সেল ও এতে এলইডি ফ্ল্যাশ রয়েছে। এই ফোনের ফ্রন্টে ভিজিএ ক্যামেরা বাগানো রয়েছে। এছাড়াও এই ফোনের অন্যান্য ফিচার গুলো হলো-

নেটওয়ার্ক – ডুয়াল সিম, ২জি, ৩জি৷

প্রসেসর – কোয়াড কোর ১.২ গিগাহার্টজ

ডিসপ্লে – ৪.৫ ইঞ্চি স্ক্রিন ও ৪৮০x৮০০ পিক্সেল রেজেলিউশন।

অ্যান্ড্রয়েড – কিটক্যাট ৪.৪.২।

র‍্যাম – ৭৬৮ এমবি।

ক্যামেরা – রেয়ার ক্যামেরা ৫ মেগাপিক্সেল, ২৫৯৩x১৯৪৪ পিক্সেল, এলইডি ফ্ল্যাশ, ভিজিএ ফ্রন্ট ক্যামেরা।

ব্যাটারি – ২০০০ এমএএইচ।

কানেক্টিভিটি – ব্লুটুথ ৪.০, জিপিআরএস, ইডিজিই, ওয়াই-ফাই।