গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন হাসান আল মামুন
মুক্তআলো২৪.কম
মুক্ত আলো
প্রকাশিত : ০৫:০২ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৫ রোববার
গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন হাসান আল মামুন
গণঅধিকার পরিষদের (জিওপি) সাধারণ সম্পাদক হিসেবে হাসান আল মামুনকে ভারপ্রাপ্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। রোববার গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানের স্বাক্ষরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের গঠনতন্ত্র অনুসারে এবং দলের উচ্চ পর্যায়ের পরিষদ সদস্য ও নির্বাহী কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে তাকে সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নতুন দায়িত্বে হাসান আল মামুন গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক কর্মসূচি ও দলীয় সমন্বয় জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়।
মুক্তআলো২৪.কম
