বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান

মুক্তআলো২৪.কম

মুক্ত আলো

প্রকাশিত : ০৫:২১ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫ শনিবার

বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান

বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান


গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান। আজ শনিবার (২৭ ডিসেম্বর) গুলশানে

বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন।

বিএনপিতে যোগদান অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মো. রাশেদ খান ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। আপনারা সবাই দলের পক্ষ থেকে রাশেদ খানকে সর্বাত্মক সহায়তা করবেন।
 

এদিকে, দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খানকে নির্বাচন করতে বিএনপিতে যোগ দিতে অনুমোদন দিয়েছে গণ অধিকার পরিষদ। দলীয় সিদ্ধান্ত অনুসারে, নির্বাচনী কৌশলের অংশ হিসেবে ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন রাশেদ। 

গতকাল শুক্রবার রাতে এ কথা জানিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গণমাধ্যমকে বলেছেন, ‘ফ্যাসিবাদের পতনের জন্য বিগত সরকারের বিরুদ্ধে আমরা একসঙ্গে আন্দোলন করেছি। ফ্যাসিবাদ পতন-পরবর্তী নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা রাষ্ট্র সংস্কার করব।
সে জন্য আমরা যারা একসঙ্গে আন্দোলন করেছি, আমরা একসঙ্গে নির্বাচন ও আগামীতে একসঙ্গে জাতীয় সরকার গঠন করব।’

তিনি বলেন, যেহেতু আন্দোলন বিএনপির নেতৃত্বে ও তাদের সামগ্রিক সমন্বয়ের মাধ্যমে হয়েছে, আমরা আগামী দিনেও একসঙ্গে থাকতে চাই। বর্তমান আরপিওর বিধান অনুযায়ী জোট করলেও ভোট করতে হবে নিজেদের প্রতীকের মাধ্যমে। তবে স্বাভাবিকভাবে সব এলাকায় সব মার্কা নিয়ে জয়লাভ করা সম্ভব না।
যে কারণে আমাদের যুগপৎ আন্দোলনের শরিকদের অনেকে নির্বাচনে জেতার কৌশল হিসেবে বিএনপির প্রাথমিক সদস্য পদ পূরণ করে ধানের শীষ নিয়ে নির্বাচন করছি। যেহেতু আমরা একসঙ্গে আন্দোলন করেছি এবং সরকারও গঠন করব, তাই অভ্যুত্থান-পরবর্তী গত দেড় বছরে নিজেরা আলাপ-আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে একই ধারায় কাজ করেছি, সেহেতু কৌশলের অংশ হিসেবে ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন রাশেদ। আমরা তাকে বিএনপিতে যোগদানের অনুমোদন দিয়েছি। সে সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করবে। শিগগিরই একজনকে আমরা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করব।




মুক্তআলো২৪.কম