১০ মাসে আটটি যুদ্ধের সমাপ্তি ঘটিয়েছি: ট্রাম্প

মুক্তআলো২৪.কম

মুক্ত আলো

প্রকাশিত : ০৬:৩৫ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার

১০ মাসে আটটি যুদ্ধের সমাপ্তি ঘটিয়েছি: ট্রাম্প

১০ মাসে আটটি যুদ্ধের সমাপ্তি ঘটিয়েছি: ট্রাম্প


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের পূর্বের দাবির প্রতিধ্বনি করে বলেছেন, তিনি ১০ মাসে অন্তত আটটি যুদ্ধ থামিয়েছেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়েছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, 'আমি আমেরিকান শক্তি পুনরুদ্ধার করেছি, ১০ মাসে আটটি যুদ্ধের সমাপ্তি ঘটিয়েছি, ইরানের পারমাণবিক হুমকি ধ্বংস করেছি।'

আল জাজিজা বলছে, ১৯ মিনিটের ভাষণে মার্কিন নেতা কোনো বড় ধরণের ঘোষণা করেননি, যা সাধারণত প্রেসিডেন্টরা করেন।

ট্রাম্প বলেন, 'আমাদের জাতি শক্তিশালী। আমেরিকা সম্মানিত এবং আমাদের দেশ আগের চেয়েও শক্তিশালী হয়ে উঠেছে। আমরা এমন একটি অর্থনৈতিক উচ্ছ্বাসের জন্য প্রস্তুত, যা বিশ্ব কখনো দেখেনি।'
 

তবে কিছু পর্যবেক্ষ তার এ মন্তব্যে দ্বিমত পোষণ করেন যে, ট্রাম্প আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন অথবা মধ্যপ্রাচ্যে শান্তি এনেছেন।

বিশেষ করে, জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের সময় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো তে সামরিক হামলায় যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে অংশ নিয়েছিল। এটি থামানোর পেছনে কয়েকটি দেশের সমন্বিত উদ্যোগ ছিল। 

গত মে মাসে তিনি পাকিস্তান ও ভারতের মধ্যে শত্রুতা সমাপ্তির ঘোষণাও দেন। কিন্তু পাকিস্তান যুদ্ধ থামাতে সাহায্য করার জন্য মার্কিন প্রেসিডেন্টকে কৃতিত্ব দিলেও, ভারত জোর দিয়ে বলে, তার কোনো ভূমিকা ছিল না।

অপরদিকে, যুদ্ধবিরতি সত্ত্বেও গাজা উপত্যকায় প্রতিদিন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তাই এখানেও তার দাবির পক্ষে তেমন যুক্তি খাটে না। ইসরায়েল প্রতিনিয়ত সাহায্য প্রবেশে বাধা দিচ্ছে।

ফিলিস্তিনি মানবাধিকার গোষ্ঠী এবং কিছু বিশ্লেষক বলেছেন, যুদ্ধবিরতি কেবল নামেই বিদ্যমান। কারণ ইসরায়েল প্রায় প্রতিদিনই তা লঙ্ঘন করে চলছে।









মুক্তআলো২৪.কম