নির্বাচনের আবহাওয়া শুরু : মির্জা ফখরুল

মুক্তআলো২৪.কম

মুক্ত আলো

প্রকাশিত : ০৪:৫৪ পিএম, ২৬ নভেম্বর ২০২৫ বুধবার

নির্বাচনের আবহাওয়া শুরু : মির্জা ফখরুল

নির্বাচনের আবহাওয়া শুরু : মির্জা ফখরুল


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা একটা ট্রানজিশন পিরিয়ডে আছি। কর্তৃত্ববাদী অবস্থা থেকে গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার জন্য তৈরি হচ্ছি। এর মধ্যে কিছু কাজও হয়েছে। দেশে নির্বাচনের একটি আবহাওয়া শুরু হয়েছে।

আমরা আশা করি কোনোরকম ঝামেলা ছাড়াই ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উপযোগী আছে। এখন আর এমন কোনো পরিস্থিত নেই যেখানে নির্বাচন ব্যাহত হবে।’

গতকাল ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার সাংবিধানিক পরিবর্তন, রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের জন্য ছয়টি কমিশন তৈরি করেছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কার কমিশন। এই প্রথম দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব করা হয়েছে। আপার হাউস, লোয়ার হাউস-এ ব্যবস্থায় আমরা খুব একটা পরিচিত নই।
তবে আমরা একমত হয়েছি। আমরা মনে করেছি, এ ব্যবস্থাটা একটা চেক অ্যান্ড ব্যালান্স তৈরি করবে। লোয়ার হাউস এককভাবে ক্ষমতাশালী হবে না। আবার আপার হাউসে চেক অ্যান্ড ব্যালান্স থাকবে।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা অভিজ্ঞতা থেকে দেখেছি এক ব্যক্তি যদি বেশি দিন ক্ষমতায় থাকেন, তাহলে তিনি কর্তৃত্ববাদী হয়ে যান।
এ কারণে আমরা একমত হয়েছি, দুই টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য নিয়ে এসেছি। বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করার কথা বলেছি। এসব বিষয় রাজনীতিতে কোয়ালিটি অব চেঞ্জ নিয়ে আসছে। এসব পরিবর্তনের মধ্যে আসতে গিয়ে কিছু বাধা তো থাকবেই।’

এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো. মকদুম সাব্বিরসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।




মুক্তআলো২৪.কম