আইনজীবী ফোরাম থেকে বহিষ্কার হলেন ফয়জুল করিম মুবিন
মুক্তআলো২৪.কম
মুক্ত আলো
প্রকাশিত : ০৬:১৭ পিএম, ২৪ অক্টোবর ২০২৫ শুক্রবার
আইনজীবী ফোরাম থেকে বহিষ্কার হলেন ফয়জুল করিম মুবিন
অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে কিশোরগঞ্জ আইনজীবী ফোরাম থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ৫ অক্টোবর ফেসবুকে পোস্ট করে বিএনপি থেকে পদত্যাগের কথা জানান তিনি।সম্প্রতি নিজের ফেসবুকে লাইভে এসে আওয়ামী লীগে যোগদানের কথা জানান ফয়জুল করিম মুবিন।
অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিনের পিতা প্রয়াত ডা. আবু আহমদ ফজলুল করিম কিশোরগঞ্জ সদর আসনের বিএনপি নেতা ও সংসদ সদস্য ছিলেন। জিয়াউর রহমানের মন্ত্রিসভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন তিনি।
পদত্যাগের ঘোষণার আগে অ্যাডভোকেট ফয়জুল কবীর মুবিন কিশোরগঞ্জ জেলা বিএনপির উপ-দপ্তর সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।
মুক্তআলো২৪.কম
