ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, বিভ্রান্ত না হয়ে ঐক্য গড়ে তুলুন:দুলু
মুক্তআলো২৪.কম
মুক্ত আলো
প্রকাশিত : ০৭:৩৪ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার

ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, বিভ্রান্ত না হয়ে ঐক্য গড়ে তুলুন : দুলু
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, তাই বিভ্রান্ত না হয়ে দেশ ও দেশের বাইরে সবাইকে ঐক্য গড়ে তুলতে হবে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি রেস্টুরেন্টের বলরুমে তাকে দেয়া এক নাগরিক সংবর্ধনায় এসব কথা বলেন দুলু। এ সময় দুলু আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতন আন্দোলনে প্রবাসী বাংলাদেশিরা যেভাবে ঐক্যবদ্ধ ছিল, আগামীতেও সকল ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপিকে এমনভাবে সুসংহত করতে হবে যেন জনগণ ধানের শীষে ভোট দেয়।
দল নিয়ে ষড়যন্ত্র চলছে জানিয়ে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দুলু। তিনি বলেন, আর বসে থাকার সময় নেই। বিএনপিকে যারা ভালোবাসেন তারা ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার জন্য আহ্বান জানান তিনি।
এতে নাটোর জেলা এসোসিয়েশন ইউএসএ, সংগঠনের সভাপতি শামীম আহম্মেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ডেনমার্ক বিএনপির সভাপতি গাজী মনির আহমেদ, কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সল চৌধুরী, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সি পি এ রফিকুল ইসলাম, লন্ডন বিএনপির নেতা ফিরোজ জোহা প্রমুখ।