সিপিবির ত্রয়োদশ কংগ্রেস সমাপ্ত, আসছে নতুন নেতৃত্ব
মুক্তআলো২৪.কম
মুক্ত আলো
প্রকাশিত : ০৬:৫১ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

সিপিবির ত্রয়োদশ কংগ্রেস সমাপ্ত, আসছে নতুন নেতৃত্ব
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র চার দিনব্যাপী ত্রয়োদশ কংগ্রেস (জাতীয় সম্মেলন) শেষ হয়েছে। কাউন্সিলের সর্বশেষ অধিবেশনে সারা দেশ থেকে আসা প্রতিনিধিদের ভোটে ৪৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়েছে। আগামীকাল বুধবার কেন্দ্রীয় কমিটির সভায় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে দায়িত্ব বণ্টন হবে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদগুলোতে নতুন নেতৃত্ব আসছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র মতে, ‘সমাজ বদলের লক্ষ্যে শোষণ-বৈষম্যবিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করো’ এই স্লোগানকে ধারণ করে গত শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন মিলনায়তনে সিপিবির ত্রয়োদশ কংগ্রেসের উদ্বোধন হয়। এরপর রাজধানীর বিএমএ মিলনায়তনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে আসা ৫ শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে কাউন্সিল অধিবেশনে শোক প্রস্তাব, সাধারণ সম্পাদকের রিপোর্ট, রাজনৈতিক প্রস্তাব, গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাব, ক্রেডেনশিয়াল রিপোর্ট, অডিট কমিটির রিপোর্ট ও কন্ট্রোল কমিশনের রিপোর্ট উত্থাপন এবং তা নিয়ে আলোচনা ও অনুমোদন করা হয়। সব রিপোর্ট উত্থাপন ও অনুমোদন শেষে কেন্দ্রীয় কমিটির নির্বাচন হয়।
সোমবার গভীর রাতে নির্বাচনী ফলাফল ঘোষণার পর সমাপনী ভাষণ ও সমবেত কণ্ঠে কমিউনিস্ট ইন্টারন্যাশনালের মধ্য দিয়ে ত্রয়োদশ কংগ্রেসের সমাপ্তি ঘোষণা করা হয়।
পার্টি সূত্র জানায়, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সিপিবির কংগ্রেসকে কেন্দ্র করে পার্টির নেতাকর্মীদের মধ্যে নানা উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও শান্তিপূর্ণভাবে কংগ্রেসের সমাপ্তি হয়েছে। নির্বাচনী অধিবেশনে আগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ৪৩ জনের নাম প্রস্তাবের পর অধিবেশন কক্ষ থেকে নতুন বেশকিছু নাম প্রস্তাব করা হয়। তা নিয়ে আলোচনা ও কয়েকজনের নাম প্রত্যাহার শেষে ৭৬ জন ভোটে অংশ নেন।
তাদের মধ্য থেকে প্রতিনিধিদের সরাসরি ভোটে ৪৩ জন নির্বাচিত হন। এই ৪৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি বসে সভাপতি, সাধারণ সম্পাদক, সভাপতিমণ্ডলীর সদস্য, সম্পাদকমণ্ডলীর সদস্যসহ অন্যান্য পদে দায়িত্ব বণ্টন করবেন। সেক্ষেত্রে কোনো পদে একাধিক নাম এলে ৪৩ জনের ভোটে একজন নির্বাচিত হবেন। আগামীকাল বুধবার সকাল সাড়ে ১০টায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে।
নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির একাধিক সদস্য জানান, নতুন কমিটিতে সভাপতি পদে পরিবর্তন আসছে।
মুক্তআলো২৪.কম