জানমালের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থার দাবি বাম জোটের
মুক্তআলো২৪.কম
মুক্ত আলো
প্রকাশিত : ০৬:৪২ পিএম, ২ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

জানমালের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থার দাবি বাম জোটের
সারা দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। একই সঙ্গে বাম জোটের পক্ষ থেকে জাতীয়তাবাদী সমমনা জোটের নেতা ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফর রহমানের ওপর দুষ্কৃতকারীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। বিবৃতিদাতারা হলেন বাম জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী।
বিবৃতিতে নেতারা বলেন, একটা সভা শেষে একজন রাজনৈতিক নেতা যদি নিরাপদে বাড়ি ফিরতে না পারেন, তাহলে দেশের অবস্থা স্বাভাবিক যারা বলতে চান তারা বোকার স্বর্গে বাস করছেন। এমনিতেই সারা দেশের মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা কাজ করছে। এর মধ্যে এ ধরনের ঘটনা মানুষকে আরো ভীত সন্ত্রস্ত করে তুলবে। এ ধরনের বর্বরোচিত হামলা একটি গভীর চক্রান্তের অংশ কি না, তা খতিয়ে দেখতে হবে।অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।