নতুন রাজনৈতিক দলের সঙ্গে বারবার আলোচনায় বসা উচিত ছিল : এ্যানি

মুক্তআলো২৪.কম

মুক্ত আলো

প্রকাশিত : ০৬:০৯ পিএম, ১১ আগস্ট ২০২৫ সোমবার

নতুন রাজনৈতিক দলের সঙ্গে বারবার আলোচনায় বসা উচিত ছিল : এ্যানি

নতুন রাজনৈতিক দলের সঙ্গে বারবার আলোচনায় বসা উচিত ছিল : এ্যানি


বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘নতুন যে রাজনৈতিক দল এসেছে, তাদের সঙ্গে বারবার আলোচনায় বসা উচিত ছিল। পরামর্শ দেওয়া উচিত ছিল, কিন্তু সরকার সেই পরিবেশ তৈরি করেনি।’

সোমবার (১১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে যুব সংহতির আয়োজনে ‘গণ-অভ্যুত্থানে তরুণদের স্বপ্ন, প্রত্যাশা ও প্রাপ্তির খতিয়ান’ শীর্ষক এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘৫ আগস্টের পর অনেকে লোভে পড়েছে।টেন্ডার-ট্রান্সফারের জন্য কাউকে জিম্মি করে কেউ যদি ভাবে পার পেয়ে যাবে, তবে সেটা দুরাশা। এভাবে কিছু অর্জন করলে তার পরিণতি হবে ডাস্টবিনে।’

এ্যানি বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনৈতিক দল বলা যায় কি না, সে নিয়েই সন্দেহ আছে। তারা সেই পরিবেশ বা অধ্যায় তৈরি করেনি।দুর্নীতি ও দুঃশাসনের মাধ্যমে দেশের মানুষকে জিম্মি করে নিঃশেষ করে দিয়েছে। গণতন্ত্র বা দেশ নয়, বরং দুর্নীতি ও ক্ষমতা ছিল তাদের মূল লক্ষ্য।’

তিনি আরো বলেন, ‘মানুষের রিসিভ করার মানসিকতা কমে যাচ্ছে। ১৭ বছরের গুম-খুন, নির্যাতনের থেকে আমরা ইচ্ছা করলেই বের হতে পারছি না।
যারা অকারণে রাজনীতি করছে, তারা এটাকেই রাজনীতি ভাবছে। তবে এটা আমাদের রাজনীতি নয়। গত ১৭ বছরে আমরা কতটা নির্যাতনের শিকার হয়েছি, তা ৩৬ দিনের আন্দোলনের অভিজ্ঞতায় স্পষ্ট।’






মুক্তআলো২৪.কম