এ সপ্তাহে আরো ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে জিওপি

মুক্তআলো২৪.কম

মুক্ত আলো

প্রকাশিত : ০৭:১০ পিএম, ৯ আগস্ট ২০২৫ শনিবার

এ সপ্তাহে আরো ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে জিওপি

এ সপ্তাহে আরো ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে জিওপি


আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন করার কথা জানিয়েছে সরকার। এই সময়কে ধরেই নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে চিঠিও দিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।

আর এ নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। দলগুলোর মধ্যে ইতিমধ্যে সবচেয়ে বেশি আসনে প্রাথমিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এ ছাড়া অন্য একাধিক ইসলামী দলও কিছু আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে।

ইসলামী দলগুলোর বাইরে গত ২৪ জুলাই ৩৬ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে গণ অধিকার পরিষদ (জিওপি)। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি সপ্তাহে আরো ১০০ আসনে প্রার্থী ঘোষণা করা হবে।

শনিবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।তিনি ওই পোস্টে বলেন, ‘এ সপ্তাহেই ঘোষণা করা হবে গণ অধিকার পরিষদের আরো ১০০ প্রার্থীর নাম। রাষ্ট্র পুনর্গঠনে অংশ নিন, গণ অধিকার পরিষদে যোগ দিন।’








মুক্তআলো২৪.কম