রাতের মধ্যে ১৫ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
মুক্তআলো২৪.কম
মুক্ত আলো
প্রকাশিত : ০৬:৩৮ পিএম, ২৯ জুলাই ২০২৫ মঙ্গলবার

রাতের মধ্যে ১৫ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
আজ রাতের মধ্যে দেশের ১৫ জেলায় ঝোড়ো হাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
মঙ্গলবার বিকেলে ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্যে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা স্বাক্ষরিত ওই পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব/পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
মুক্তআলো২৪.কম