নিহত বেড়ে ১৯, আহত বেড়ে দেড় শতাধিক
মুক্তআলো২৪.কম
মুক্ত আলো
প্রকাশিত : ০৬:৪৪ পিএম, ২১ জুলাই ২০২৫ সোমবার

নিহত বেড়ে ১৯, আহত বেড়ে দেড় শতাধিক
বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ সোমবার বিকেলে মাইলস্টোন স্কুলের দুর্ঘটনাকবলিত এলাকা পরিদর্শনের আগে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৫০ জন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়।
এদিকে এ ঘটনায় ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর এবং বিভিন্ন হাসপাতালে ১৬৪ জন চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
সোমবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ২ জন, ঢাকা সিএমএইচে ১১ জন, কুর্মিটোলা জেনারেল হসপিটালে ২ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতালে ২ জন ও উত্তরা আধুনিক হসপিটালে ১ জনসহ মোট ১৮ জন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে।
এতে আরো জানানো হয়, বর্তমানে কুয়েত মৈত্রী হাসপাতালে ৮ জন, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৭ জন, ঢাকা সিএমএইচে ১৪ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতালে ১১ জন, উত্তরা আধুনিক হসপিটালে ৬০ জন ও উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ১ জনসহ মোট ১৬৪ জন চিকিৎসাধীন রয়েছে।
মুক্তআলো২৪.কম