শিল্পী ফরিদা পারভীনের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি
মুক্তআলো২৪.কম
মুক্ত আলো
প্রকাশিত : ০৭:৩৩ পিএম, ১১ জুলাই ২০২৫ শুক্রবার

শিল্পী ফরিদা পারভীনের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান খালেদার
খ্যাতিমান লোকসংগীতশিল্পী ফরিদা পারভীনের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসন রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ফরিদা পারভীনের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নিয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বিএনপি প্রধান বুধবার (৯ জুলাই) রাতে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে প্রবীণ শিল্পীর স্বাস্থ্যের খবর জানতে হাসপাতালে পাঠিয়েছিলেন।
শায়রুল কবির বলেন, ‘তিনি (খালেদা) সরকারের কাছে এই গুণী গায়িকার জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।’
বিএনপির চেয়ারপারসন অসুস্থ প্রখ্যাত গায়িকা ফরিদা পারভীনের দ্রুত সুস্থতা কামনা করেছেন বলেও জানান শায়রুল কবির।
লালন সংগীত এবং বাংলাদেশের লোকসংগীতের প্রতি আজীবন নিবেদিত থাকার জন্য ফরিদা পারভীন সর্বজনীনভাবে প্রশংসিত।
৭০ বছর বয়সী এই গায়িকা ৫ জুলাই থেকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনির সমস্যা এবং বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।
মুক্তআলো২৪.কম